Saturday, July 8, 2023

ভয়েস টাইপিং ও ইউনিকোড কনভার্ট করবেন যেভাবে


সম্প্রতি নিউজ ঢাকা ওয়েবসাইটে ভয়েস টাইপিং ফিচারের মাধ্যমে কিবোর্ড ছাড়াই কম্পিউটারে ভয়েস টাইপ করার সুবিধা চালু হয়েছে। এই ফিচারের মাধ্যমে মুখে বললেই বাংলা লেখা চলে আসছে। 

ওয়েবসাইটের উপরের দিকে ‘ভয়েস টাইপিং করতে ক্লিক করুন’ ট্যাবে ক্লিক করে ব্রাউজার থেকে ভয়েস নোটিফিকেশন অ্যালাউ করলেই ভয়েস টাইপ করতে পারবেন। এজন্য অবশ্যই হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে হবে।

নিউজ ঢাকা ওয়েবসাইটে বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার সুবিধা রয়েছে। বিজয় টু ইউনিকোড কনভার্টার করার জন্য বিজয় কি-বোর্ড দিয়ে লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে পেস্ট করুন। এরপর ‘বিজয় থেকে ইউনিকোড’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো ইউনিকোডে কনভার্ট হয়ে উপরের বক্সে চলে যাবে।

এছাড়া ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার জন্য ইউনিকোডে লেখাগুলো ওয়েবসাইটের উপরের বক্সে পেস্ট করুন। এরপর ‘ইউনিকোড থেকে বিজয়’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো বিজয়ে কনভার্ট হয়ে নিচের বক্সে চলে যাবে। এবার সেখান থেকে কপি করে আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।

অনেক সময় ইউনিকোড থেকে বিজয়ে লেখা কনভার্ট করলে ভেঙে যায়। এই কনভার্টারের মাধ্যমে বিজয়ের ভাঙা ফন্টগুলো ঠিক করার সুবিধা রয়েছে। এজন্য বিজয়ের লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে রেখে ‘বিজয় ভাঙা ঠিক করুন’ ট্যাবে ক্লিক করলেই হবে।

Monday, August 30, 2021

ওয়েব অ্যাপ : টপ বাংলা নিউজপেপার

 সময়ে সঙ্গে ওয়েব ও মোবাইল অ্যাপসের ব্যবহার বাড়ছে। এ ভাবনা থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো নিয়ে Top Bangla Newspaper  নামের ওয়েব অ্যাপ তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন।

বাংলাদেশের জনপ্রিয় ও সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট স্থান পেয়েছে এই ওয়েব অ্যাপে। এখানে আরো রয়েছে ইউনিকোড কনভার্টার, রিডারসহ কয়েকটি ফিচার। 

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে স্মার্টফোনেই এখন সবখবর পাওয়া যাচ্ছে। একজন পাঠক একসাথে যেন সব সংবাদমাধ্যমের খবর জানতে পারেন সে ভাবনা থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

www.topbanglanewspaper.com ওয়েবসাইট ভিজিট করলেই ওয়েব অ্যাপ ডাউনলোড করা যাবে। পরবর্তীতে স্মার্টফোনের হোম স্ক্রিন ও কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন থেকে এক ক্লিকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ওয়েবসাইট ভিজিট করা যাবে।